ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বাউফলে অটোরিকশা চাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
বাউফলে অটোরিকশা চাপায় শিশু নিহত

পটুয়াখালীর বাউফল উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় সুমাইয়া আক্তার (৬) নামে একটি শিশু নিহত হয়েছে।

পটুয়াখালী: পটুয়াখালীর বাউফল উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা চাপায় সুমাইয়া আক্তার (৬) নামে একটি শিশু নিহত হয়েছে।

 

সোমবার (৫ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার নুরাইনপুর বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সুমাইয়া আক্তার উপজেলার ভরিপাশা গ্রামের জসিম উদ্দিনের মেয়ে। সে নুরাইনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী।

বাউফল থানার উপপরিদর্শক (এসআই) ফেরদৌস স্থানীয়দের বরাত দিয়ে জানান, বেলা ১২টার দিকে নুরাইনপুর বাজার এলাকায় একটি অটোরিকশা পথচারী সুমাইয়াকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে গুরুতর আহত হয় সে। স্থানীয়রা এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।