ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

বোদায় পাওয়ার টিলার উল্টে চালক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
বোদায় পাওয়ার টিলার উল্টে চালক নিহত

পঞ্চগড়ের বোদা উপজেলায় পাওয়ার টিলার উল্টে এর চালক আলমগীর হোসেন (১৬) নিহত হয়েছে।

পঞ্চগড়: পঞ্চগড়ের বোদা উপজেলায় পাওয়ার টিলার উল্টে এর চালক আলমগীর হোসেন (১৬) নিহত হয়েছে।

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার ময়দানদীঘি ইউনিয়নের কাদেরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

আলমগীর একই এলাকার আমির হোসেনের ছেলে।  

বোদা থানার উপপরিদর্শক (এসআই) দ্বীন মোহাম্মদ বাংলানিউজকে জানান, দুপুরে পাওয়ার টিলার নিয়ে মাঠে হাল চাষ করতে যায় আলমগীর। এ সময় সে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পাওয়ার টিলারটি উল্টে যায়। এতে পাওয়ার টিলারের নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় স্থানীয়রা চালককে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।