ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাজধানীর দনিয়ায় ছুরিকাঘাতে ৩ স্কুলছাত্র আহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
রাজধানীর দনিয়ায় ছুরিকাঘাতে ৩ স্কুলছাত্র আহত

রাজধানীর দনিয়া বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির কয়েকজন ছাত্রের ছুরিকাঘাতে একই স্কুলের দশম শ্রেণির ৩ ছাত্র আহত হয়েছে।

ঢাকা: রাজধানীর দনিয়া বর্ণমালা আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির কয়েকজন ছাত্রের ছুরিকাঘাতে একই স্কুলের দশম শ্রেণির ৩ ছাত্র আহত হয়েছে।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

আতহ ছাত্ররা হলেন- মেরাদুল আবেদিন মিরাদ (১৫), আব্দুল আহাদ (১৬) ও মেহেদি হাছান (১৬)। এরা সবাই দক্ষিণ দনিয়া কদমতলী এলাকায় থাকেন।

আহত ছাত্ররা বাংলানিউজকে বলেন, নবম শ্রেণির ছাত্র ছাব্বিরের সঙ্গে সকালে কথা কাটাকাটি হয়। এর জের ধরে বিকেল ৩টার দিকে স্কুল থেকে ফেরার পথে ছব্বিরসহ তার সহপাঠীরা আমাদের ওপর হামলা চালায়। এসময় মিরাজের বাম হাত-বাম বুকে, আহাদে বাম উরুতে এবং মেহেদির হাতে ছুরির আঘাত লাগে। পরে চিকিৎসার জন্য আমরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
এজেডএস/জিপি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।