ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে ৯১ হাজার শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
খাগড়াছড়িতে ৯১ হাজার শিশুকে ভিটামিন এ খাওয়ানো হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

১০ ডিসেম্বর (শনিবার) খাগড়াছড়িতে ৯১ হাজার ৩৫৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

খাগড়াছড়ি: ১০ ডিসেম্বর (শনিবার) খাগড়াছড়িতে ৯১ হাজার ৩৫৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে সিভিল সার্জন কার্যালয়ে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে ওরিয়েন্টেশন কর্মশালায় এ তথ্য জানিয়েছেন সিভিল সার্জন নিশিত নন্দী মজুমদার।

এসময় উপস্থিত ছিলেন-সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মেমং মারমা, খাগড়াছড়ি প্রেসক্লাব সভাপতি জীতেন বড়ুয়া, সাধারণ সম্পাদক আবু তাহের মুহাম্মদ ও খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের সভাপতি নুরুল আজম প্রমুখ।

কর্মশালায় স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কর্মশালায় বলা হয়, ৯৮৮টি কেন্দ্রে এবার খাগড়াছড়িতে ৬ থেকে ১১ মাস বয়সী ১০ হাজার ১৩ জন ও ১২ থেকে ৫৯ বয়সী ৮১ হাজার ৩৪৪ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।