ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নিয়ে সিদ্ধিরগঞ্জে সাখাওয়াতের প্রচারণা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নিয়ে সিদ্ধিরগঞ্জে সাখাওয়াতের প্রচারণা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জে প্রচারণা চালিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে সিদ্ধিরগঞ্জে প্রচারণা চালিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী প্রচারণায় অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন- দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, দলের সহ সভাপতি সেলিমুজ্জামান সেলিম, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ অর্থ বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান দিপু ভুইয়া, সাবেক প্রতিমন্ত্রী রেজাউল করিম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনিরুজ্জামান, কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য গিয়াসউদ্দিন, রূপগঞ্জ থানা যুবদলের সভাপতি গোলাম ফারুক খোকন, জেলা ছাত্রদল নেতা সালাহউদ্দিন দেওয়ান, ইসমাইল মামুনসহ দলের কয়েক হাজার নেতাকর্মী।

বাংলাদেশ সময়: ১৯৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।