ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল বলফিল্ডে ৮ পৌরসভার ফুটবল ধামাকা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
বেনাপোল বলফিল্ডে ৮ পৌরসভার ফুটবল ধামাকা

বন্দরনগরী বেনাপোলে খুলনা বিভাগের ৮টি পৌরসভার সমন্বয়ে দ্বিতীয়বারের মতো ফুটবল ধামাকা-২০১৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বেনাপোল (যশোর): বন্দরনগরী বেনাপোলে খুলনা বিভাগের ৮টি পৌরসভার সমন্বয়ে দ্বিতীয়বারের মতো ফুটবল ধামাকা-২০১৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৩টা থেকে শুরু হয়ে মাসব্যাপী বেনাপোল বলফিল্ড মাঠে অংশগ্রহণকারীদের মধ্যে এ প্রতিযোগিতা চলবে।

বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটনের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন-যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবির।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন-যশোর পুলিশ সুপার মো. আনিসুর রহমান ও শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুস সালাম।

অনুষ্ঠানের আয়োজক বেনাপোল পৌর স্পোর্টস কর্নারের সদস্য সচিব সুকুমার দেবনাথ বাংলানিউজকে বলেন, এ প্রতিযোগিতায় প্রথম দিন ৯ ডিসেম্বর বাঘারপাড়া পৌর ফুটবল দল ও কেশবপুর পৌর ফুটবল দলের অংশগ্রহণের মধ্য দিয়ে মাঠে শুরু হবে মেয়র কাপ ফুটবল ধামাকা-২০১৬।

পরবর্তীতে পর্যায়ক্রমে মাসব্যাপী অংশ গ্রহণকারীদের মধ্যে চলবে প্রতিযোগিতা।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৬
আরবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।