ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মরণযান আলগামনে গেলো নিলার প্রাণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১১ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৬
মরণযান আলগামনে গেলো নিলার প্রাণ

বার্ষিক পরীক্ষা শেষে নানা বাড়িতে বেড়াতে গিয়ে আর ঘরে ফিরতে পারলো না শিশু নিলা খাতুন (৭)। মরণযান আলগামনের ধাক্কায় না ফেরার দেশে পাড়ি জমালো সে।

মেহেরপুর:  বার্ষিক পরীক্ষা শেষে নানা বাড়িতে বেড়াতে গিয়ে আর ঘরে ফিরতে পারলো না শিশু নিলা খাতুন (৭)। মরণযান আলগামনের ধাক্কায় না ফেরার দেশে পাড়ি জমালো সে।

নিলা সদর উপজেলার শুভরাজপুর গ্রামের শরিফ উদ্দিনের মেয়ে। ওই গ্রামের সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।

বৃহস্পতিবার (০৮ ডিসেম্বর) সন্ধ্যার দিকে শুভরাজপুর মোড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
 
স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি সৈয়দ ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে জানান, নানীর সাথে গাংনী থানার কাথুলী গ্রাম থেকে স্যালোইঞ্জিন চালিত আলগামনযোগে নিজ বাড়ি শুভরাজপুরে ফিরছিল নিলা।

এসময় শুভরাজ গ্রামের মোড়ে পৌছালে অপরদিক থেকে আসা বিচালি বোঝাই অপর একটি আলগামন তাদের ধাক্কা দিলে উল্টে পড়ে নিলা মাথায় আঘাত পায়। মূমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময় ০১০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।