ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৬
তারাকান্দায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

ময়মনসিংহ: ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক ও মাহেন্দ্রর মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

শুক্রবার (০৯ ডিসেম্বর) সকাল ৮টার দিকে ময়মনসিংহ-নেত্রকোনা সড়কের তারাকান্দা উপজেলার মুজাহারদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মদিনা (৪৫), ফখরুদ্দিন (৪২) ও অজ্ঞাতপরিচয় (৩২)। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

তারাকান্দার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজাহারুল হক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৬/আপডেট: ১০৪৪ ঘণ্টা/

এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।