ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে অস্ত্রসহ আটক ৬

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
লালপুরে অস্ত্রসহ আটক ৬

নাটোরের লালপুরে দু’টি রিভলবার ও আট রাউন্ড গুলিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

নাটোর: নাটোরের লালপুরে দু’টি রিভলবার ও আট রাউন্ড গুলিসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার চিনি বটতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-উপজেলার বিরোপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে আরিফুল (১৯), আজাদুল ইসলামের ছেলে জীবন (১৮), জমির উদ্দিনের ছেলে জনি (১৮), সোনা মিয়ার ছেলে শিমুল (১৮), দুলাল উদ্দিনের ছেলে সুমন (২০) ও মোহরকয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রবিন (১৮)।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার বিলমাড়িয়া-লালপুর সড়কের রামকৃষ্ণপুর এলাকায় অভিযান চালানো হয়। এসময় বিলমাড়িয়ার দিক থেকে আসা দু’টি মোটরসাইকেলের গতিরোধ করা হয়।

পরে মোটরসাইকেলে থাকা ছয় আরোহীর দেহ তল্লাশি করে দু’টি রিভলভার, আট রাউন্ড গুলি পাওয়া যায়। এসময় ওই ছয়জনকে আটক ও মোটরসাইকেল দু’টি জব্দ করা হয়।

তিনি আরও জানান, আটক ওই ছয়জনের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬, আপডেট: ১৮০৭ ঘণ্টা
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।