ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে ইসিকে সুপ্রিম কোর্টের চিঠি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে ইসিকে সুপ্রিম কোর্টের চিঠি সুপ্রিম কোর্ট

ন্যায়বিচার বা সুপ্রিম কোর্টের প্রতীক দাঁড়িপাল্লা কোনো রাজনৈতিক দলের প্রতীক বা কোনো নির্বাচনে প্রার্থীর প্রতীক হিসেবে বরাদ্দ না দিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন সর্বোচ্চ আদালত।

ঢাকা: ন্যায়বিচার বা সুপ্রিম কোর্টের প্রতীক দাঁড়িপাল্লা কোনো রাজনৈতিক দলের প্রতীক বা কোনো নির্বাচনে প্রার্থীর প্রতীক হিসেবে বরাদ্দ না দিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছেন সর্বোচ্চ আদালত। একইসঙ্গে কাউকে বরাদ্দ দেওয়া হয়ে থাকলে তা বাতিলেরও অনুরোধ জানানো হয়।

বুধবার (১৪ ডিসেম্বর) ইসি’র সচিবকে চিঠিটি পাঠানো হয়।

হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার আবু সৈয়দ দিলজার হোসেন স্বাক্ষরিত চিঠিটিতে জানানো হয়, গত সোমবার (১২ ডিসেম্বর) সুপ্রিম কোর্টের ফুল কোর্ট বেঞ্চের (সব বিচারপতির অংশগ্রহণে) সভায় দাঁড়িপাল্লা ন্যায়বিচারের প্রতীক হিসেবে একমাত্র সুপ্রিম কোর্টের মনোগ্রামে ব্যবহৃত হবে বলে সিদ্ধান্ত হয়।

এর আগে মঙ্গলবার (১৩ ডিসেম্বর) হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ জানান, ফুল কোর্ট বেঞ্চের সভায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের সকল বিচারপতি অংশ নেন। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সভায় সভাপতিত্ব করেন।

সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, সুপ্রিম কোর্টের মূল বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায় দু’টি চেইনের স্থলে তিনটি চেইন লাগানো হবে। অ্যানেক্স বিল্ডিংয়ের মনোগ্রামে অঙ্কিত দাঁড়িপাল্লায় তিনটি চেইনই থাকবে বলেও সিদ্ধান্ত নেওয়া হয়।

দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার করতো জামায়াত। ইতোমধ্যে হাইকোর্ট তাদের নিবন্ধন অবৈধ ঘোষণা করায় দলটি নির্বাচনে অংশ নেওয়ার যোগ্যতা হারিয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
ইএস/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।