ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
শেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস পালিত ছবি: আরিফ জাহান/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার শেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া: বগুড়ার শেরপুরে শহীদ বুদ্ধিজীবী ও হানাদার মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

শহরের স্থানীয় বাসস্ট্যান্ডস্থ প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি নিমাই ঘোষের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের এমপি হাবিবর রহমান।

এছাড়া সভায় শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, জেলা বিএনপির উপদেষ্টা জানে আলম খোকা, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক মুনসী সাইফুল বারী ডাবলু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কেএম ওবায়দুর রহমান, পৌরসভার কাউন্সিলর রেজাউল করিম সিপ্লব, প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফিক, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান ও সাংবাদিক আইয়ুব আলী প্রমুখ বক্তব্য রাখেন।

সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বক্তারা বলেন, দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের পর বিজয়ের প্রাক্কালে বুদ্ধিজীবীদের হত্যা করা হয়। বাঙালি জাতিকে মেধাশূন্য করতেই এই গণহত্যা চালানো হয়।

বক্তারা দ্রুততম সময়ের মধ্যে বুদ্ধিজীবীদের হত্যার বিচার কাজ সম্পন্ন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬

এমবিএইচ/এএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।