ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
বরিশালে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

বরিশাল নগরের নতুনবাজার সংলগ্ন এলাকা থেকে বিপ্লব কুমার দাস (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বরিশাল: বরিশাল নগরের নতুনবাজার সংলগ্ন এলাকা থেকে বিপ্লব কুমার দাস (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে নতুনবাজার সংলগ্ন শীতলাখোলা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

বিপ্লব স্থানীয় সমির কুমার দাসের ছেলে।

বরিশাল থানার উপ পরিদর্শক (এসআই) এমাদুল বাশার বাংলানিউজকে জানান, বিপ্লব মাদকসেবী ছিলেন। কিছুদিন আগে তারা বাবা মারা যায় এবং স্ত্রীও বাবার বাড়ি চলে যায়। দুপুরে তার ঘরে মাটিতে পড়ে থাকাতে স্থানীয়রা প্রথমে চিকিৎসক পরে পুলিশে খবর দেয়।

মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।