ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মোমবাতি জ্বালিয়ে বুদ্ধিজীবীদের স্মরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
মোমবাতি জ্বালিয়ে বুদ্ধিজীবীদের স্মরণ মৌলভীবাজারে মোমবাতি জ্বালিয়ে বুদ্ধিজীবীদের স্মরণ। ছবি: বাংলানিউজ

শহীদ বুদ্ধিজীবী দিবসে মৌলভীবাজারে মোমবাতি জ্বালিয়ে বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে।

মৌলভীবাজার: শহীদ বুদ্ধিজীবী দিবসে মৌলভীবাজারে মোমবাতি জ্বালিয়ে বুদ্ধিজীবীদের স্মরণ করা হয়েছে।

বুধবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যার পর বিভিন্ন সংগঠন এ কর্মসূচি পালন করে।

 
শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোর মিছিল করেছে সাংস্কৃতিক ইউনিয়ন মৌলভীবাজার। এসময় ১মিনিট নিরবতা পালন করে সংগঠনটি।

আলোর মিছিল করেছে উদীচী শিল্পীগোষ্ঠী মৌলভীবাজার জেলা সংসদ ও সাংস্কৃতিক সংগঠন অরণী। পরে সংগঠনগুলো স্মৃতিসৌধে মোমবাতি প্রজ্জ্বলন করে।

এছাড়াও শহীদ বেদিতে আলোক প্রজ্জ্বলন করে সাংস্কৃতিক সংগঠন অরুণোদয় এবং চারণ।  

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।