ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

মিঠামইনে তরুণীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
মিঠামইনে তরুণীর মাথাবিহীন মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জ হাওরের মিঠামইন উপজেলার বলাই নদী থেকে (১৮) এক তরুণীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রামের পাশে বলাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ হাওরের মিঠামইন উপজেলার বলাই নদী থেকে (১৮) এক তরুণীর মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রামের পাশে বলাই নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, সকালে স্থানীয় লোকজন বলাই নদীতে এক তরুণীর মাথাবিহীন মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
তিনি আরও জানান, পুলিশ এখন তরুণীটির মাথার খোঁজ করছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।