ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

আশুলিয়ার ১০ কারখানায় শ্রমিকদের কর্মবিরতি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৩ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আশুলিয়ার ১০ কারখানায় শ্রমিকদের কর্মবিরতি ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ১০টি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এসময় ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আশুলিয়া (সাভার): সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে ১০টি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এসময় ১০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০টায় আশুলিয়ার স্ট্যার্লিং নিটিং, ফাউন্টেন ফেব্রিকস, ভান্দুরা গার্মেন্টস ও উইন্ডি গ্রুপসহ ১০টি কারখানায় কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা।

আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, কয়েকদিন ধরে কয়েকটি কারখানায় বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওইসব কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।