ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

স্বাধীনতা বিরোধীরাই মুক্তিযুদ্ধের অগ্রযাত্রায় বাধা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৫, ২০১৬
স্বাধীনতা বিরোধীরাই মুক্তিযুদ্ধের অগ্রযাত্রায় বাধা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যারা মুক্তিযুদ্ধের সাফল্য নস্যাৎ করতে চায় তারাই দেশের গণতন্ত্রের শত্রু। মুক্তিযুদ্ধের অগ্রযাত্রার পথে অনেক বাধা রয়েছে। স্বাধীনতা বিরোধীরাই হচ্ছে সেই বাধা।

রাজশাহী: যারা মুক্তিযুদ্ধের সাফল্য নস্যাৎ করতে চায় তারাই দেশের গণতন্ত্রের শত্রু। মুক্তিযুদ্ধের অগ্রযাত্রার পথে অনেক বাধা রয়েছে।

স্বাধীনতা বিরোধীরাই হচ্ছে সেই বাধা। তাই এদের সমূলে নির্মূল করতে হবে।  

বিজয় দিবস উপলক্ষে অসাস্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিতে বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দুপুরে রাজশাহীর সাহেব বাজারে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

বাদশা বলেন, জঙ্গিবাদে ব্যর্থ হয়ে স্বাধীনতাবিরোধীরা এখন দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পাঁয়তারা চালাচ্ছে। অন্য ধর্মাবলম্বী ও আদিবাসীদের ওপর হামলা চালিয়ে তারা বাংলাদেশকে সাম্প্রদায়িক দেশ হিসেবে চিহ্নিত করতে চাইছে। এর মধ্যে দিয়ে তারা আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতে চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন, স্বপ্নই থেকে যাবে। কখনও সত্যি হবে না।

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সাধারণ মানুষই তাদের ষড়যন্ত্র রুখে

এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশকে শোষণ ও দারিদ্র্যমুক্ত সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে ওয়ার্কার্স পার্টিকে অবশ্যই সংগ্রামী ভূমিকা রাখতে হবে।     

ওয়ার্কার্স পার্টির মহানগর সভাপতি লিয়াকত আলী লিকুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন পার্টির মহানগর সম্পাদকমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট এন্তাজুল হক বাবু, আবু সাঈদ, আবদুর রাজ্জাক, জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হক তোতা, জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় সভাপতি রবীন্দ্রনাথ সরেন প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন পার্টির মহানগর সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু।
 
এর আগে বিজয় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এসএস/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।