ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে ৭ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
দিনাজপুরে ৭ মাদক ব্যবসায়ী আটক দিনাজপুর

দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে সাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

দিনাজপুর: দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে সাত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

 

এ সময় তাদের কাছ থেকে ৫০ লিটার চোলাই মদ, ৫ বোতল ফেনসিডিল ও ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) দিনগত গভীর রাত থেকে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

দিনাজপুর পুলিশ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত পুলিশ সদস্য হাফিজুর রহমান বাংলানিউজকে জানান, আটক সাত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পৃথক ৪টি মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২০৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।