ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

নোয়াখালীতে শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
নোয়াখালীতে শহীদবেদীতে পুষ্পমাল্য অর্পণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নোয়াখালীতে শহীদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

নোয়াখালী: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে নোয়াখালীতে শহীদবেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে জেলা প্রশাসনসহ সর্বস্তরের মানুষ।

এসময় পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কার্যালয় ও দফতর সমূহ, বিভিন্ন রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবী সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, ব্যবসায়ী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠানও পুষ্পমাল্য অর্পণ করেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত ১২টা ১মিনিটে শহীদ বেদীতে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে পুলিশ সুপার ইলিয়াস শরীফ।

এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পাটি, বাসদ (মার্কসবাদী), জাসদসহ বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যালয় ও
দফতরসমূহ, মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, নোয়াখালী পৌরসভা, বিভিন্ন সাংবাদিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।