ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইলে মহান বিজয় দিবস উদযাপিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
টাঙ্গাইলে মহান বিজয় দিবস উদযাপিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

টাঙ্গাইল: টাঙ্গাইলে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে।

 

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে কর্মস‍ূচি শুরু হয়।

শুরুতেই টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও জেলা পুলিশ সুপার মো. মাহবুব আলম শহীদ স্মৃতি পৌর উদ্যানে স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করা হয়।

এছাড়াও স্মৃতিসৌধে জেলা আওয়ামী লীগ, বিএনপি, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, টাঙ্গাইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন।

টাঙ্গাইল স্টেডিয়ামে শিশু কিশোরদের বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শন করা হয়। কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন ও পুলিশ সুপার মো. মাহবুব আলম।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।