ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বরগুনায় মুক্তিযুদ্ধের ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
বরগুনায় মুক্তিযুদ্ধের ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিজয় দিবস উপলক্ষে বরগুনায় মুক্তিযুদ্ধের ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচন‍া সভা হয়েছে। মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ সময়ের সাড়ে তিনশ’ ছবি নিয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

বরগুনা: বিজয় দিবস উপলক্ষে বরগুনায় মুক্তিযুদ্ধের ছবি নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচন‍া সভা হয়েছে। মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ সময়ের সাড়ে তিনশ’ ছবি নিয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোকচিত্র প্রদর্শনীতে বরগুনা সদর উপজেলার সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

এ সময় প্রদর্শনী উপভোগ করতে আসেন বরগুনা জেলা প্রশাসক ড. মোহা. বশিরুল আলম ও পুলিশ সুপার বিজয় বসাক।

মুক্তিযুদ্ধের আলোকচিত্র প্রদর্শনীর উদ্যোক্তা চিত্ত রঞ্জন শীল
বাংলানিউজকে বলেন, বর্তমানে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পৌঁছে দিতে তিনি এ প্রদর্শনীর আয়োজন করেন। পরে শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।