ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

মুক্তিযোদ্ধা নূর ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
মুক্তিযোদ্ধা নূর ইসলাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জে ‘এসপিএল’ মুক্তিযোদ্ধা নূর ইসলাম কমান্ডার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জে ‘এসপিএল’ মুক্তিযোদ্ধা নূর ইসলাম কমান্ডার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

টুর্নামেন্টের আয়োজন করে ‘বিজয় সংগঠন স্পোর্টিং ক্লাব’।

উদ্বোধনী খেলায় অংশ নেয় শুভাঢ্যা ফাইটার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ার্স।

খেলা শুরুর আগে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে শহীদ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা নূর ইসলাম কমান্ডার স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে শুভাঢ্যা ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আমিনুল ইসলাম আমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা মো. মোমতাজ উদ্দিন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা যুবলীগের সাধারণ সম্পাদক ডা. এইচ এম সেলিম, উপজেলা আওয়ামী লীগ সদস্য আবু সাইদ পাপ্পু, শুভাঢ্যা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম হোসেন সোহেল ও মীর মোহাম্মদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।