ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

নাসিকের ২১ ও ২২ নং ওয়ার্ডে সাখাওয়াতের গণসংযোগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
নাসিকের ২১ ও ২২ নং ওয়ার্ডে সাখাওয়াতের গণসংযোগ

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বন্দরের ২১ ও ২২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বন্দরের ২১ ও ২২নং ওয়ার্ডে ধানের শীষের পক্ষে গণসংযোগ করেছেন।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণা করেন সাখাওয়াত।

এ সময় স্থানীয় মুক্তিযোদ্ধা, মহিলা ও সাধারণ ভোটারদের কাছে বন্দরের বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তিনি।

তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোট হলে এবং ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারলে ধানের শীষের বিশাল বিজয় হবে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
এসআরএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।