ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে ১৮ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
কেরানীগঞ্জে ১৮ মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের ১৮ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে আগানগর ইউনিয়ন কৃষকলীগ।

কেরানীগঞ্জ (ঢাকা): কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের ১৮ জন মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দিয়েছে আগানগর ইউনিয়ন কৃষকলীগ।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কেরানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও জাতীয় পতাকা খচিত চাদর তুলে দেন।

সংবর্ধনা অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন মুক্তিযোদ্ধা কমান্ডার এম এ খালেক ও মুক্তিযোদ্ধা সামসুল মাস্টার।

আগানগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি তানভীর ইসলাম খোকনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন দুলু, আগানগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহাঙ্গীর শাহ খুশী।

এসময় আরও উপস্থিত ছিলেন-দক্ষিণ কেরানীগঞ্জ থানা কৃষকলীগের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, সাধারণ সম্পাদক নূরে আলম নুরু, সহ-সভাপতি হাজী রফিক ও আগানগর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।