ঢাকা, সোমবার, ২১ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
বাগাতিপাড়ায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়া উপজেলার তকিনগর গ্রামের একটি আম বাগান থেকে নিরা ঢুলি (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নাটোর: নাটোরের বাগাতিপাড়া উপজেলার তকিনগর গ্রামের একটি আম বাগান থেকে নিরা ঢুলি (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টায় মরদেহটি উদ্ধার করা হয়।

 

বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, শুক্রবার বিকেলে স্থানীয় তমালতলা হাটে গিয়েছিলেন তকিনগরের নিরা ঢুলি। রাত ৯টার পরও তিনি বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খুঁজতে শুরু করেন। পরদিন সকাল ৮টার দিকে গ্রামের গোয়াস মাঠের আম বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে ও বাড়িতে খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

নিহত ব্যক্তির দেহে কোনো আঘাতের চিহ্ন বা অন্য কোনো আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর তার মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান ওসি।  

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।