ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

নোবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১১ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
নোবিপ্রবিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১০ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

নোয়াখালী: নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

শনিবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিপ্লব, রিকি, সত্যজিৎ, রাকিব, সায়েমসহ অন্তত ১০ জন। আহতরা সবাই নোবিপ্রবি’র শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী। আহতদের মধ্যে পাঁচজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় দিবস উপলক্ষে আনা বিরিয়ানি ভাগাভাগিকে কেন্দ্র করে ছাত্রলীগের আবদুল হামিদ রানা ও সাজ্জাদ প্রোমেল সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এরই জের ধরে শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে ছাত্রলীগ নেতা বাপ্পি’র সমর্থক আবদুল হামিদ রানার নেতৃত্বে ক্যাম্পাসে সাজ্জাদ প্রোমেল সমর্থকদের ওপর হামলা চালানো হয়। এক পর্যায়ে দু’গ্রুপের সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন।

বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ আবদুস ছালাম ছাত্রাবাসের হল সুপার (প্রভোস্ট) ড. ইউসুফ মিঞা বাংলানিউজকে জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। ক্যাম্পাসে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, খবর পেয়ে পুলিশ ক্যাম্পাসে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।