ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

বাগাতিপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
বাগাতিপাড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক নাটোর

নাটোরের বাগাতিপাড়ায় সাড়ে প্রায় তিন কেজি গাঁজাসহ ফজলুল হক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

নাটোর: নাটোরের বাগাতিপাড়ায় সাড়ে প্রায় তিন কেজি গাঁজাসহ ফজলুল হক (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে দুপুর ২টার দিকে তাকে আটক করা হয়।

ফজলুল হক উপজেলার ফাগুয়ারদিয়ার গ্রামের মৃত দেবরাজ চৌকিদারের ছেলে।

র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এএম আশরাফুল ইসলাম বাংলানিউজকে জানান, দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফাগুয়ার দিয়ার গ্রামে অভিযান চালানো হয়। এ সময় তার বসতবাড়ির পেছনে সুপারির বাগানে মাদক কেনা-বেচার সময় গাঁজাসহ তাকে হাতে-নাতে আটক করা হয়।

এ ব্যাপারে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।