ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

ভোলায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
ভোলায় শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলায় আবহাওয়া পরিবর্তনের সঙ্গে-সঙ্গে নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

ভোলা: ভোলায় আবহাওয়া পরিবর্তনের সঙ্গে-সঙ্গে নিউমোনিয়া ও ডায়রিয়াসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা।

 

শনিবার (১৭ ডিসেম্বর) নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একদিন বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

এছাড়া ভোলার সাত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ৩৫ শিশু। যাদের মধ্যে নিউমোনিয়া আক্রান্ত রয়েছে ১৮ শিশু ও ডায়রিয়ায় ১৭ শিশু।
 
ভোলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স রিমি আক্তার ফারজানা বাংলানিউজকে জানান, হাসপাতালে ১৩ জন শিশু ভর্তি থাকলেও ২ জন নিউমোনিয়া আক্রান্ত রয়েছে। গত চারদিনে আরও ৬ শিশু চিকিৎসা নিয়েছে।

এদিকে, শনিবার (১৭ ডিসেম্বর) দৌলতখান হাসপাতালে ২, তজুমদ্দিনে ২, লালমোহন হাসাপাতালে ৪, চরফ্যাশন হাসপাতালে ৪, বোরহানউদ্দিন হাসপাতালে ২ শিশুসহ ১৬ শিশু নতুন করে ভর্তি হয়েছে। এছাড়া লালমোহনে ৬, তজুমদ্দিনে ২, বোরহানউদ্দিনে ৫ শিশু ডায়রিয়া আক্রান্ত শিশু চিকিৎসাধীন।

মনপুরা হাসপাতালের টিএইচ মাহমুদুর রশিদ বলেন, নিউমোনিয়া মোকাবেলায় আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়েছি। হাসপাতালে আইএমসিআই খোলা হয়েছে।

দৌলতখান হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সন্তোস কুমার বলেন, শীতের সময় আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা ঠান্ডসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। তবে এই মুহূর্তে একটু কম।

এ বিষয়ে ভোলার সিভিল সার্জন ডা. রথীন্দ্র নাথ মজুমদার বলেন, আবহাওয়ার পরিবর্তন হলেও রোগীদের চাপ কম। তবুও নিউমোনিয়া মোকাবেলায় স্বাস্থ্য সহকারীরা বাড়ি-বাড়ি গিয়ে শিশুদের পরামর্শ এবং প্রয়োজনে চিকিৎসার পরামর্শ দিয়ে যাচ্ছেন।

পর্যাপ্ত ওষুধ ও নেবুলাইজারসহ অন্যান্য উপকরণ মজুদ রাখা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এজি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।