ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সেনবাগে মাদক ব্যবসায়ী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৮ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
সেনবাগে মাদক ব্যবসায়ী আটক

নোয়াখালীর সেনবাগে রফিক মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। 

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে রফিক মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।  

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার কাবিলপুর ইউনিয়নের দক্ষিণ সাহাপুর গ্রামের একটি ইটভাটা থেকে তাকে আটক করা হয়।

 

রফিক মিয়া বেগমগঞ্জ উপজেলার হাজিপুর গ্রামের আহাম্মদ উল্লার ছেলে।  

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ চৌধুরী বাংলানিউজকে জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাবিলপুর ইউনিয়নের একটি ইটভাটা থেকে রফিককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় রফিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
বিএসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।