ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ধুনটে প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
ধুনটে প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়ার ধুনট পৌরসভা ও চৌকিবাড়ি ইউয়িন পরিষদের (ইউপি) উদ্যেগে প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট পৌরসভা ও চৌকিবাড়ি ইউয়িন পরিষদের (ইউপি) উদ্যেগে প্রতিবন্ধীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টায় ধুনট উপজেলার দিঘলকান্দি উজ্জীবিত প্রতিবন্ধী উন্নয়ন ক্লাবের ৪০ জন সদস্যদের মধ্যে কম্বল বিতরণ করেন ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ।

এ সময় উপস্থিত ছিলেন- ধুনট উপজেলার চৌকিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুলফিকার আলী ভুট্টু, ধুনট উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ফোরহাদ হোসেন, আওয়ামী লীগ নেতা হাতেম তালুকদার, ধুনট উপজেলা যুবলীগের সহ সভাপতি মাসুদ রানা, ইউপি সদস্য রফিকুল ইসলাম, পশু চিকিৎসক আব্দুল মজিদ, টিএমএসএস ধুনট উপজেলা শাখার প্রোগ্রম অফিসার (সোশ্যাল) মোর্শেদা হক মুকুট মনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।