ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কোটালীপাড়ায় যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
কোটালীপাড়ায় যুবকের মরদেহ উদ্ধার

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে নিখোঁজ হওয়ার তিনদিন পর সুশীল বসু (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা থেকে নিখোঁজ হওয়ার তিনদিন পর সুশীল বসু (২৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার পোলসাইর বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

তিনি উপজেলার পোলসাইর গ্রামের মৃত সুকচাঁদ বসুর ছেলে।

কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জের আলী বাংলানিউজকে জানান, সুশীল মানসিক ভারসাম্যহীন ছিলেন। ১৮ ডিসেম্বর তিনি বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে বুধবার দুপুরে বাড়ির পাশের পোলসাইর বিলে সুশীলের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে বলেও জানান এসআই।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।