ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাঠালিয়ায় ইয়াবাসহ যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
কাঠালিয়ায় ইয়াবাসহ যুবক আটক ২৮০ পিস ইয়াবাসহ যুবক আটক

ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ৠাপিড অ্যাকশান ব্য‍াটালিয়ন র‌্যাব-৮।

ঝালকাঠি: ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় ইয়াবাসহ এক যুবককে আটক করেছে ৠাপিড অ্যাকশান ব্য‍াটালিয়ন র‌্যাব-৮।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে উপজেলার দক্ষিণ চেঁচরী রামপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক মো. সোহেল জোমাদ্দার (২৫) উত্তর চেঁচরী এলাকার মো. হানিফ জোমাদ্দারের ছেলে।

ৠাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে দক্ষিণ চেঁচরী রামপুর কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালানো হয়। এসময় তার দেহে তল্লাশি করে ২৮০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এমএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।