ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাইমচরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
হাইমচরে মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুরের হাইমচর উপজেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘প্রজম্ম বাংলাদেশে’র আয়োজনে ১১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার সামাজিক সাংস্কৃতিক সংগঠন ‘প্রজম্ম বাংলাদেশে’র আয়োজনে ১১ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বিজয় মেলার উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলার দুর্গাপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ডা. দীপু মনি এমপি এ মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির সভাপতি মো. শাহনেওয়াজ টেলু।

সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন বেপারীর পরিচ‍ালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-হাইমচর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. নুর হোসেন পাটওয়ারী, মুক্তিযোদ্ধা শামসুল হক মন্টু পাটওয়ারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান (অতিরিক্ত দায়িত্ব), হাইমচর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মাহবুবুর রহমান ও চাঁদপুর মডেল থানার ওসি ওয়ালি উল্লাহ অলি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।