ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
মেঘনা উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেফতার কুমিল্লা

কুমিল্লার মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে খারাপ আচরণ এবং সরকারি কাজে বাঁধা দেওয়ার মামলায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে পুলিশ।

কুমিল্লা: কুমিল্লার মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে খারাপ আচরণ এবং সরকারি কাজে বাঁধা দেওয়ার মামলায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে গ্রেফতার করা হয়।



মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সামসুদ্দিন বাংলানিউজকে জানান, সরকারি কাজে বাধা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে খারাপ আচরণ করেন। এ কারণে ইউএনও শাহিনা আক্তার বিকেল ৩টার দিকে বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলামতে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।