ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফুলবাড়ীতে তিন জুয়াড়ির জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
ফুলবাড়ীতে তিন জুয়াড়ির জরিমানা দিনাজপুর

দিনাজপুর ফুলবাড়ী উপজেলার স্বজন পুকুর এলাকায় তিন জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

দিনাজপুর: দিনাজপুর ফুলবাড়ী উপজেলার স্বজন পুকুর এলাকায় তিন জুয়াড়িকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

 

বুধবার (২১ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এহেতেশাম রেজা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন, স্বজন পুকুর গ্রামের আব্দুর রহমানের ছেলে সুমন ইসলাম (২৮), একই এলাকার গোলাম মোস্তফার ছেলে মিজানুর রহমান (৩২) ও মৃত আকবর আলীর ছেলে বরকত আলী (৩০)।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী বাংলানিউজকে জানান, পৌর শহরের স্বজন পুকুর গ্রামে অভিযান চালিয়ে তিন জুয়াড়িদেরকে জুয়া খেলার সময় হাতে-নাতে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এজি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।