ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের প্রার্থীতা বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
মেহেরপুরে স্বতন্ত্র প্রার্থী হাবিবুর রহমানের প্রার্থীতা বাতিল

মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের নির্বাচনী প্রতীক বরাদ্দ পাওয়ার পর আবারও মনোনয়নপত্র স্থগিত করেছে আদালত।

মেহেরপুর: মেহেরপুরে জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমানের নির্বাচনী প্রতীক বরাদ্দ পাওয়ার পর আবারও মনোনয়নপত্র স্থগিত করেছে আদালত।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে হাইকোর্টের আলি বিভাগের চেম্বার জজ আদালতের বিচারক হাবিবর রহমানের আদালত তার প্রার্থীতা স্থগিত করেন।

মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মো. রোকনুজ্জামান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) মেহেরপুর সদর থানা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রার্থী গোলাম রসুল এ রিটটি করেছিলেন।

এর আগে উচ্চ আদালতে আপিল করে চেয়ারম্যান পদে নির্বাচন করার জন্য প্রতীক বরাদ্দ পান ¯^Zš¿ cÖv_©x হাবিবুর রহমান। সেই প্রার্থীতা স্থগিত করেছেন উচ্চ আদালতের আপিল বিভাগের চেম্বার। দুপুরে এ সংক্রান্ত একটি চিঠি জেলা নির্বাচন কার্যালয়ে পৌঁছায়।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক পরিমল সিংহ বাংলানিউজকে জানান, চিঠি পাওয়ার পর হাবিবুর রহমানের মনোনয়নপত্র বাতিল করে চার জনকে প্রার্থী করে একটি চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।