ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাংনীর ৫ সেরা বিদ্যালয়কে বেস্ট অ্যাওয়ার্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
গাংনীর ৫ সেরা বিদ্যালয়কে বেস্ট অ্যাওয়ার্ড ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুরের গাংনী উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়কে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ৫টি মাধ্যমিক বিদ্যালয়কে বেস্ট অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে গাংনী স্কুল অ্যান্ড কলেজ মাঠে সেরা স্কুলের প্রধান শিক্ষকদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন মেহেরপুর-২ (গাংনী) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।

আইটিভিএস বাংলাদেশ-এর সহযোগিতায় বিদ্যালয় ও সমাজে বিশেষ অবদানের জন্য সেরা স্কুল, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাশার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসিমা খাতুন, গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক আফজাল হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু, সুশাসনের জন্য নাগরিক (সুজনের) গাংনী শাখার সভাপতি অধ্যাপক আব্দুর রশিদ।

ইউএসএইড, আইটিভিএস এর সহযোগিতায় দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ গাংনী এরিয়া অফিস এ আয়োজন করে।

এসময় আইটিভিএস এর কান্ট্রি ডিরেক্টর মাহমুদুল হাসান মিলু, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর আঞ্চলিক সমন্বয়কারী খোরশেদ আলী উপস্থিত ছিলেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ, সেরা স্কুল বাছাই বিচারক প্যানেলের সদস্য সাংবাদিক জুলফিকার আলী কানন, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমিনুজ্জামান, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর গাংনী এরিয়া অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দীন প্রমুখ।

মেয়েদের স্কুলে অংশগ্রহণ, মেয়েদের নেতত্ব বিকাশ, মেয়েদের জন্য সহায়ক অবকাঠামো, মেয়েদের সামাজিক নিরাপত্তা ও বিদ্যালয়ে অভিভাবক ম্যানেজিং কমিটির সম্পৃক্ততা এ পাঁচটি ক্যাটাগরিতে সেরা স্কুল নির্বাচন করা হয়। সেরা স্কুলগুরো হলো-জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়, ভাটপাড়া (কসবা) মাধ্যমিক বিদ্যালয়, রাইপুর মাধ্যমিক বিদ্যালয় ও জোতি মাধ্যমিক বিদ্যালয়।

শ্রেষ্ঠ এসব বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের অ্যাওয়ার্ড ও সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে গাংনী উপজেলার ৫৩টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, স্টুডেন্ট কমিটি, শিক্ষার্থীদের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সেরা সেরা শিক্ষক হিসেবে পুরস্কার ও সার্টিফিকেট গ্রহণ করেন, গাংনী উপজেলার লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক খেদের আলী, হাড়িয়াদহ-মহিষাখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নারগিছ পারভীন, সীমান্ত মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ।

পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ২১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।