ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উত্তরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
উত্তরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় নারীর মৃত্যু

রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা: রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৩৫) মৃত্যু হয়েছে।

বুধবার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উত্তরা পূর্ব থানার উপ-পরিদর্শক (এসআই) খলিলুর রহমান বাংলানিউজকে বলেন, ‘জসিমউদ্দিন ও রাজলক্ষ্মী রাস্তার মাঝামাঝি স্থানে কোনো একটি যানবাহনের ধাক্কায় ওই নারীর মৃত্যু হয় বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি’।

মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান এসআই খলিলুর রহমান।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এজেডএস/জিপি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।