ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হাওরের উন্নয়নে সরকার পিছিয়ে নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
হাওরের উন্নয়নে সরকার পিছিয়ে নেই নিকলীতে জনসমাবেশে বক্তব্য রাখছেন পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ

পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, হাওরের উন্নয়নে আওয়ামী লীগ সরকার পিছিয়ে নেই।

কিশোরগঞ্জ: পানি সম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, হাওরের উন্নয়নে আওয়ামী লীগ সরকার পিছিয়ে নেই।
 
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার হিলচিয়া ইউনিয়নের স্কুল মাঠে এক জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার ও জননেত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে এবং কাজ করে যাচ্ছে। এসব উন্নয়নে হাওর এলাকাও পিছিয়ে নেই। হাওর ও হাওরের মানুষদের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। এজন্য হাওরে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করা হচ্ছে।

কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য মো. আফজাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরো উপস্থিত ছিলেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সংসদ সদস্য সোহরাব উদ্দিন, কিশোরগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল ইসলাম।

অনুষ্ঠান পরিচালনা করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আজিজুল হক রানা।

পরে মন্ত্রী বন্যা ব্যবস্থাপনার অধীনে বাজিতপুর-নিকলী এলাকার মরাখাল ও নদী খনন কাজের উদ্বোধন করেন এবং বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।