ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পিরোজপুরে ৪ ব্যবসা প্র‌তিষ্ঠানকে জ‌রিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
পিরোজপুরে ৪ ব্যবসা প্র‌তিষ্ঠানকে জ‌রিমানা পিরোজপুর

পিরোজপুরের নেছারাবাদে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পলিথিন বিক্রির দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পলিথিন বিক্রির দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মুনিম লিংকন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।



তিনি জানান, বিকেলে উপজেলা সদরে মেয়‍াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল দোকানে রাখায় আছিয়া ফার্মেসিকে ১০ হাজার টাকা, লতিফ ফার্মেসিকে দুই হাজার টাকা ও বিসমিল্লাহ মেডিসিনকে দুই হাজার জরিমানা করা হয়। এছাড়াও পলিথিন বিক্রি করায় রবি স্টোরকে এক হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।