ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তানোরে চুরির মামলায় পৌর মেয়রের জামিন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৩ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
তানোরে চুরির মামলায় পৌর মেয়রের জামিন

দীর্ঘদিন পলাতক থাকার পর রাজশাহীর তানোর পৌর মেয়র ও উপজেলা যুবদল সভাপতি মিজানুর রহমান মিজান আদালত থেকে জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে-৩ এ হাজির হয়ে জামিনের আবেদন করেন।

রাজশাহী: চুরির মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর রাজশাহীর তানোর পৌর মেয়র ও উপজেলা যুবদল সভাপতি মিজানুর রহমান মিজান আদালত থেকে জামিন পেয়েছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজশাহীর অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে-৩ এ হাজির হয়ে জামিনের আবেদন করেন।

পরে শুনানি শেষে আদালতের বিচারক আবদুস সালাম তার জামিন মঞ্জুর করেন।

পৌর মেয়র মিজানের আইনজীবী অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম বাংলানিউজকে এ জানান।

প্রসঙ্গত, উপজেলার চৌরখোড় গ্রামের যুবলীগ নেতা রোকুনুজ্জামান বাদী হয়ে উত্তরা ক্যাবলের তার চুরির অভিযোগে মেয়র মিজানসহ আট বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে তানোর থানায় মামলা করেন। ওই মামলায় দীর্ঘদিন পলাতক ছিলেন পৌর মেয়র মিজান।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
এসএস/এসআরএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ