ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কমলনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
কমলনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টর চাপায় আবদুল মান্নান (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই মো. রাকিব (১৫)।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে ট্রাক্টর চাপায় আবদুল মান্নান (২৩) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাই মো. রাকিব (১৫)।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ফজুমিয়ারহাট-চরবসু সড়কের ইটের ভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মান্নান উপজেলার পূর্ব চর কাদিরা গ্রামের নুরুল ইসলামের ছেলে।

গ্রাম পুলিশ নিজাম উদ্দিন বাংলানিউজকে জানান, সন্ধ্যায় ইটের ভাটা এলাকায় ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী মান্নান ও রাকিব গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মান্নানকে মৃত ঘোষণা করেন। আহত রাকিবের চিকিৎসা চলছে।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ