ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
নারায়ণগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিয়াল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

ঢাকা: নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রিয়াল (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

রিয়াল পাইকপাড়া এলাকার চুন্নু মিয়ার ছেলে।

রিয়ালের নিকটাত্মীয় টিটু বাংলানিউজকে জানান, নির্বাচনের আনন্দঘন পরিবেশ দেখার জন্য বিকেলে পাইকপাড়া মৃধাবাড়ি এলাকার শিশুনিকেতন বিদ্যালয়ের ছাদে ওঠেন বিয়াল। এসময় ছাদের ওপর দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্প‍ৃষ্ট হয়ে গুরুতর আহত হন রিয়াল। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, রিয়ালকে শরীরের ৪০ শতাংশ বার্ন নিয়ে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার মরদেহ ঢামেক মর্গে রাখা আছে।

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, ডিসম্বর ২৩, ২০১৬
এজেডএস/এনটি/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।