ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
ভোলায় মাদক ব্যবসায়ী আটক ভোলা

ভোলায় ৯২০ পিস ইয়াবাসহ মশিউর (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ভোলা: ভোলায় ৯২০ পিস ইয়াবাসহ মশিউর (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকালে সদর উপজেলার ইলিশা লঞ্চঘাট থেকে তাকে আটক করা হয়।

মশিউর ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার ভরতকাঠি গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে।

ভোলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল লঞ্চঘাটে অভিযান চালায়। এসময় উপকূল-২ লাঞ্চের যাত্রী মশিউরকে আটক করে তল্লাশি চালিয়ে তার ব্যাগ থেকে ৯২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
বিএসকে/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।