ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
লক্ষ্মীপুরে বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু লক্ষ্মীপুরে বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জুমার নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু হয়েছে।

লক্ষ্মীপুর: জুমার নামাজ শেষে আমবয়ানের মধ্য দিয়ে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) ইজতেমার শুরুতে বয়ান দেন ঢাকার কাকরাইল মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ ফারুক।


 
এর আগে জুমার নামাজ পড়ান একই মসজিদের সুরা সদস্য মাওলানা মোহাম্মদ জোবায়ের।

জুমার নামাজে দু’লাখেরও বেশি মুসল্লি অংশ গ্রহণ করেন। জুমার নামাজের আগে সকাল থেকে ইজতেমা মাঠে মুসল্লিদের ঢল নামে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী ‘আঞ্চলিক’ বিশ্ব  ইজতেমা শুরু হয়েছে। লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে ভাবনীগঞ্জ সুতার গোপটা এলকায় ২৭ একর জমির ওপর বিশাল মাঠে তিন লাখ মুসল্লির জন্য ইজতেমার আয়োজন করা হয়।

রোববার (২৫ ডিসেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমা শেষ হবে।

বাংলাদেশ সময়: ১৭৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।