ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে জাসদ নেতা মিন্টুর স্ত্রী মিনার মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
ময়মনসিংহে জাসদ নেতা মিন্টুর স্ত্রী মিনার মৃত্যু

ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর স্ত্রী মিনা ইসলাম খুকি (৫১) আর নেই।

ময়মনসিংহ: ময়মনসিংহ মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর স্ত্রী মিনা ইসলাম খুকি (৫১) আর নেই।

শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বাদ মাগরিব ময়মনসিংহের নাসিরাবাদ কলেজ মাঠে মরহুমের জানাজা শেষে স্থানীয় মাদ্রাসা কোয়ার্টার গোরস্থানে দাফন করা হয়।

জানাজায় ময়মনসিংহ পৌরসভার মেয়র মো. ইকরামুল হক টিটু, জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় জাসদের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন, জাসদ নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, অ্যাডভোকেট শিব্বির আহমেদ লিটন, আমিনুল ইসলাম আমিন, পারভেজ শাহনেওয়াজ লিটন, শেখ মিজানুর রহমান তাপসসহ জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা অংশ নেন।

এদিকে, জাসদ নেতা সৈয়দ শফিকুল ইসলাম মিন্টুর স্ত্রীর মৃত্যুতে জেলা জাসদ সভাপতি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
এমএএএম/টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।