ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরগুনায় পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের সমাপ্তি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৬
বরগুনায় পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের সমাপ্তি পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের সমাপ্তি

মহা তাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্কাউটসের আয়োজনে পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প ২০১৬।

বরগুনা: মহা তাঁবু জলসার মধ্য দিয়ে শেষ হল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্কাউটসের আয়োজনে পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্প ২০১৬।

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সমাপ্তি অনুষ্ঠানে বঙ্গবন্ধু কমপ্লেক্সে মহা তাঁবু জলসায় উপস্থিত ছিলেন, প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক ও জেলা রোভারের সভাপতি ড. মহা. বশিরুল আলম।

পঞ্চম জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি ক্যাম্পের সমাপ্তিবিশেষ অতিথি ছিলেন- বরগুনা পৌর মেয়র মো. শাহাদাৎ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. নুরুজ্জামান, জেলা রোভার স্কাউটের কমিশনার ও কোর্স লিডার মো. লুৎফর রহমান খান, জেলা রোভারের সম্পাদক ও কোর্স প্রশিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, সহকারী কমিশনার কাজি সাজ্জাত হোসেন শাহিন, যুগ্ম সম্পাদক তারিক বিন আনসারী সুমন, কোষাধ্যক্ষ ও বরগুনা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. আহসান হাবিবসহ অন্যান্য কলেজের রোভার স্কাউট লিডার (আরএসএল), প্রশিক্ষক ও রোভারের সিনিয়র রোভার মেট ও অন্যান্য রোভাররা।
পরে তাঁবু জলসার সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
ক্যাম্পটি মঙ্গলবার (২০ ডিসেম্বর) থেকে শুরু হয়ে শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে সমাপ্তির ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ০২২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।