ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘আর নয় অচেতন, হতে হবে সচেতন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
‘আর নয় অচেতন, হতে হবে সচেতন’ বগুড়ায় সড়ক দুর্ঘটনারোধে মানববন্ধন/ছবি-আরিফ জাহান

আর নয় অচেতন, হতে হবে সচেতন’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় সড়ক দুর্ঘটনারোধে মানববন্ধন করেছে বগুড়া জিলা স্কুলের ১৯৯৮ সালের ব্যাচের শিক্ষার্থীরা।

বগুড়া: ‘আর নয় অচেতন, হতে হবে সচেতন’ এই স্লোগানকে সামনে রেখে বগুড়ায় সড়ক দুর্ঘটনারোধে মানববন্ধন করেছে বগুড়া জিলা স্কুলের ১৯৯৮ সালের ব্যাচের শিক্ষার্থীরা।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে শহরের সাতমাথায় এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন- বগুড়া জিলা স্কুলের সহকারী শিক্ষক উম্মে ইয়াকত আরা, শিক্ষক হজরত আলী, ওপুল সেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইলিয়াস উদ্দিন আহম্মেদ, ডা. রনি, রাজন, পাভেল, মামুন, মহসিন, উত্তম, সজল, সোহাগ, কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬

এমবিএইচ/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।