ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

উৎসাহ উদ্দীপনায় পাবনায় বড়দিন উদযাপন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
উৎসাহ উদ্দীপনায় পাবনায় বড়দিন উদযাপন নানা আয়োজনে পাবনায় বড়দিন উদযাপন

উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাবনায় শুভ বড়দিন উদযাপন করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা

পাবনা: উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পাবনায় শুভ বড়দিন উদযাপন করছেন খ্রিস্টান সম্প্রদায়ের মানুষেরা।

বড়দিন উদযাপনে পাবনা জেলার ৩০টি গ্রামের খ্রিস্টান পল্লীগুলো এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে।

পাবনা সদর, আতাইকুলা, ইশ্বরদী, চাটমোহর, ফরিদপুর, আটঘোড়িয়া ফেলজানাসহ সকল গীর্জা আর উপাসনালয়গুলো সাজানো হয়েছে নানা রংয়ে। যিশুর আগমন বার্তা সবাইকে জানান দিতে বাড়িতে বাড়িতে চলছে নগরকীর্তন।

অতিথিদের আপ্যায়ন করতে বাড়িতে বাড়িতে চলছে পিঠাপুলির আয়োজন। সন্ধ্যায় এ উপলক্ষে পাবনার সর্ববৃহৎ খ্রিস্টান উপাসনালয় আতাইকুলাতে আয়োজন করা হয় নানা কর্মসূচি। এরমধ্যে পবিত্র বাইবেল পাঠ, শিশুদের মধ্যে চকলেট বিতরণ, কৃর্তনসহ বিভিন্ন কর্মসূচি। পরে শিশুদের মধ্যে পুরস্কার বিতরণ করেন আতাইকুলা খ্রিস্টান উপাসনালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ১৪৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।