ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শেষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা শেষ লক্ষ্মীপুরে বিশ্ব ইজতেমা

দুনিয়া, আখেরাতের শান্তি, মুক্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথমবারের মত লক্ষ্মীপুরের বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।

লক্ষ্মীপুর: দুনিয়া, আখেরাতের শান্তি, মুক্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া লক্ষ্মীপুরে বিশ্ব ইজতেমা শেষ হয়েছে।

রোববার (২৫ ডিসেম্বর) দুপুরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমা শেষ হয়।

আখেরি মোনাজাতে প্রায় পাঁচ লাখ ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

এর আগে ভোর থেকে আখেরি মোনাজাতে অংশ নিতে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। মোনাজাতের সময় নির্ধারিতস্থান ছাড়িয়ে রামগতি-লক্ষ্মীপুর সড়ক ও আশপাশে এলাকায় বসে মোনাজাতে অংশ নেন করে আগত মুসল্লিরা।

আখেরি মোনাজাতেন সময় প্রশাসনের পক্ষ থেকে ইজতেমা প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় কঠোর নিরাপত্তার জোরদার করা হয়।

শুক্রবার (২৩ ডিসেম্বর) থেকে লক্ষ্মীপুরে তিন দিনব্যাপী আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু হয়। লক্ষ্মীপুর-রামগতি সড়কের পাশে ভাবনীগঞ্জ সুতার গোপটা এলকায় ২৭ একর জমির ওপর বিশাল মাঠে ইজতেমার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময় : ১৬২০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বিএসকে/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।