ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় মাদক বিক্রেতা দম্পতি কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
বগুড়ায় মাদক বিক্রেতা দম্পতি কারাগারে

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে মাদকসহ আটক দম্পতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বগুড়া: বগুড়ার নন্দীগ্রাম উপজেলা থেকে মাদকসহ আটক দম্পতিকে কারাগারে পাঠিয়েছেন আদালত।  

আটক ব্যক্তিরা হলেন পৌর শহরের পূর্বপাড়ার মাসুম মিস্ত্রি (৪২) ও তার স্ত্রী খাদিজা খাতুন (২৫)।



রোববার (২৫ ডিসেম্বর) বিকেলে আদালতে হাজির করা হলে শুনানি শেষে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রোববার (২৫ ডিসেম্বর) ভোর রাতে পূর্বপাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ দশমিক ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

নন্দীগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) ইনামুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য জানান।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৬
এমবিএইচ/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।